দেবহাটায় ফিল্মি স্টাইলে শিশুর সামনে মাকে পিটিয়ে জখমের ঘটনায় মামলা
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটায় সংঘবদ্ধ হামলা চালিয়ে বসতবাড়ি ভাংচুরসহ শিশু সন্তানের সামনে ফেলে শিল্পী খাতুন (৩০) নামের এক যুবতী ও তার বৃদ্ধা মাকে নির্মমভাবে পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনায় মামলা হয়েছে। মামলা নং-০৩। শনিবার দুপুরে হামলার ঘটনার ভিকটিম উত্তর সখিপুর গ্রামের মৃত শেখ আলী হোসেনের মেয়ে শিল্পী বাদী হয়ে বর্বরোচিত হামলা, ভাঙচুর, মারপিট ও শ্লীলতাহানীর নেপথ্যে থাকা উত্তর সখিপুরের আরশাদ আলী ওরফে হারান গাজীর স্ত্রী রেশমা খাতুন এবং ছেলে রিপন হোসেনসহ ৭ জনকে এজাহার নামীয় এবং আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামী করে দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। মারপিটে গুরুতর আহত শিল্পী বর্তমানে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন, তার মাথায় এবং শরীরে অসংখ্য আঘাতের কারনে মাথা ফেটে রক্তক্ষরণ হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এরআগে শুক্রবার সন্ধ্যায় ভিকটিম শিল্পীর বাড়িতে হামলা, ভাঙচুর ও তাকে সংঘবদ্ধভাবে শ্লীলতাহানী এবং লাঠিশোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার পর ওই বর্বরোচিত ঘটনার ভিডিও ফুটেজ স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে জেলা জুড়ে আলোচনা-সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে সর্বস্তরের মানুষের মাঝে। এধরনের ঘটনায় ধীক্কার জানানোর পাশাপাশি অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধি সহ সচেতন মহল। ঘটনার রাতেই হামলা ও মারপিট কারীদের গ্রেফতারে অভিযান চালায় দেবহাটা থানা পুলিশ। এদিকে বর্বরোচিত এ ঘটনাটি ধামাচাঁপা ও অপরাধীদের বাঁচাতে ভিকটিমের চরিত্র হননসহ মোটা টাকা নিয়ে পুলিশ-প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের ম্যানেজের মিশনে নামে স্থানীয় একটি দালাল চক্র। কিন্তু পুলিশ-প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের দৃঢ় অবস্থানের কারনে মামলা ঠেকাতে ব্যার্থ হয় ওই চক্রটি। এদিকে মামলা দায়েরের পরও মামলার আসামীরা আত্মগোপনে থেকে ভিকটিম ও তার পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে বলেও অভিযোগ ভুক্তভোগী পরিবারটির।
বর্বরোচিত এ ঘটনায় মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিতসহ মামলার আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছেন দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর সখিপুরে ভিকটিম শিল্পীর বাড়িতে এ সংঘবদ্ধ হামলা ও ভাঙচুর চালায় মামলার আসামীরা। বর্বরোচিত এ হামলাকালে সংঘবদ্ধ হামলাকারীরা ভিকটিমের ঘরের দরজা ও জানালা ভেঙে জোরপূর্বক ঘরের ভিতরে ঢুকে ছোট্ট শিশু সন্তানের সামনে ফেলে শিল্পীকে নির্মম ও নৃশংসভাবে লাঠিশোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।