আশাশুনিতে ৭ কলেজে এইচএসসিতে ১৮১৪ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ১৭৮৩-এ+ ৩৫০

জি এম মুজিবুর রহমান, আশাশুনি:

সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে আশাশুনি উপজেলার ৯ কলেজের মধ্যে ৭টির ফলাফল আমাদের হাসেত এসে পৌছেছে। ৭ কলেজে মোট ১৮১৪ পরীক্ষার্থীর মধ্যে ১৭৮৩ জন কৃতকার্য হয়েছে। সর্বমোট এ+ পেয়েছে ৩৫০ জন। পাশের হার । কলেজ ওয়ারী ফলাফল নি¤েœ দেওয়া হলো।
আশাশুনি সরকারি কলেজ ঃ মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪০৭ জন, কৃতকার্য হয়েছে ৪০১ জন। এ+ ৮৬। বিএম শাখায় ১৫২ জনের সবাই কৃতকার্য হয়েছে।
আশাশুনি মহিলা কলেজ ঃ ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিল। কৃতকার্য হয়েছে ৬৭ জন। এ+ ১৩, এ ৩২, এ- ১৭, সি ৯ জন।
বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ঃ মোট পরীক্ষার্থী ১৪৪, কৃতকার্য ১৪৪। এ+ ১৭, এ ১০৩, এ- ২৪ জন।
বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল ঃ মোট পরীক্ষার্থী ২৪৫ জন। কৃতকার্য ২৪৫ জন। এ+ ১৬ জন।
দরগাহপুর এসকেআরএইচ কলেজিয়েট স্কুল ঃ মোট পরীক্ষার্থী ৫১১ জন, কৃতকার্য ৫০৬ জন। এ+ ১৫২, এ ৩০৪, এ- ৩৭, বি ১২, সি ১ জন।
গদাইপুর মৌলবী আব্দুল লতিফ কলেজ ঃ মোট পরীক্ষার্থী ১৪৯ জন, কৃতকার্য ১৪৯ জন। এ+ ৭, এ ৯৯, এ- ৩৭, বি ৫, সি ১।
বদরতলা হাজী জালাল উদ্দিন আদর্শ কলেজ ঃ মোট পরীক্ষার্থী ৯০, কৃতকার্য ৯০ জন। এ+ ১৭, এ ৫২, এ- ১১, বি ৮ ও সি ২ জন।
এরিপোর্ট লেখা পর্যন্ত প্রতাপনগর ও বুধহাটা মহিলা কলেজের ফলাফল আমাদের হাতে পৌছেনি। ফলে কলেজ দু’টির ফলাফল দেওয়া সম্ভব হলোনা। তাছাড়া কোন কোন কলেজের পূর্ণ তথ্য না পাওয়ায় এ, এ- সহ কোন কোন তথ্য পূর্ণ দেওয়া সম্ভব হয়নি।

Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)