শ্যামনগর মুন্সীগঞ্জ ইউনিয়নে দখল হয়ে যাচ্ছে নদীর চর
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর মুন্সীগঞ্জ ইউনিয়নে দখল হয়ে যাচ্ছে নদীর চর ৷ সরজমিনে গিয়ে দেখা গেছে মুন্সীগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি এলকা নদীর চর দখল করে নিচ্ছে স্থানীয় প্রভাশালী আরজান আলীর ছেলে আব্দুস সামাদ ৷ প্রায় ৩ একর জমি দখল করে মৎস্যঘেরী সৃষ্টি করছে ৷ শুধু দখল না, নদীর চরের ম্যানগ্রোভ বনাঞ্চলগুলো কেটে ধ্বংস করছে ৷
তবে সামাদের দাবি নদীর চর তার রেকডিও সম্পত্তি ৷
অন্যদিকে মুন্সীগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইনুল হক বলেন, সামাদ নদীর চর দখলে তাকে নোটিশ করেছি ৷ তারপরও দখল কার্যক্রম চালিয়ে যাচ্ছে ৷
তবে এ বিষয়ে সচেতন মহল জানিয়েছেন,
নদীর সঙ্গে পরিবেশের সম্পর্ক অঙ্গাঙ্গিভাবে জড়িত। নদী যেমন তার প্রবাহের সঙ্গে জনপদের বর্জ্য সরিয়ে নিয়ে যায়, তেমনি নদীর পানির কারণে আশপাশের পরিবেশ থাকে অপেক্ষাকৃত শীতল। নদী থেকেই উৎসারিত হয় জলীয়বাষ্প এবং তা আবার বৃষ্টি হয়ে ঝরে পড়ে। নদী না থাকলে এ প্রাকৃতিক প্রক্রিয়াটি ব্যাহত হবে ৷
Please follow and like us: