শৈত্যপ্রবাহ কমে কবে নামবে বৃষ্টি জানাল আবহাওয়া অফিস
নিউজ ডেস্ক:
সারাদেশে চলমান শৈত্যপ্রবাহ কমলেও বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ বৃষ্টি অল্প পরিমাণে বিচ্ছিন্ন এলাকায় হবে।
আবহাওয়া অধিদফতর থেকে বুধবার এমনই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, চলমান শৈত্যপ্রবাহ আগামীকাল বৃহস্পতিবার থেকে কমে যাবে। রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। বৃষ্টির পর শনি বা রবিবার থেকে আবার রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে ১৫ ফেব্রুয়ারির পর তাপমাত্রা আবার বাড়বে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
Please follow and like us: