কলারোয়ায় টিসিসি কাপ টি-২০ ক্রিকেটে তুলসীডাঙ্গা সেমিতে উন্নীত
কামরুল হাসান।। কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের আয়োজনে ” টি,সি,সি কাপ টি-২০ ক্রিকেট টুর্ণামেন্ট” এর ২য় খেলায় বুধবার তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব সহজ জয়লাভ করে। টস জয়ী তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে। তুলসীডাঙ্গার পক্ষে শামিম সর্বোচ্চ ৫১ ও ইমন ৪৭ রান সংগ্রহ করে। জবাবে ১৮৬ রানের জয়ের লক্ষ্যে পারুলিয়া ব্যাটিং এ নেমে সবক’টি উইকেট হারিয়ে ১০৩ রান তুলতে সমর্থ হয়। ফলে তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাব ৮২ রানের বিশাল ব্যবধানে জয়লাভ করে সেমি ফাইনাল নিশ্চিত করে। ব্যাটিং এ ২৭ বলে ৫১ রান ও বোলিং এ ১৭ রানে ২ উইকেট লাভ করায় তুলসীডাঙ্গা ক্রিকেট ক্লাবের শামিম “ম্যান অব দ্যা ম্যাচ” বিবেচিত হন। বৃহস্পতিবার একই ভেন্যুতে কলারোয়া ক্রিকেট একাডেমি ও বেনাপোল ক্রিকেট একাডেমি পরস্পরের মুখোমুখি হবে আয়োজক কমিটির অন্যতম মাস্টার শেখ শাহাজাহান আলি শাহিন জানান।
Please follow and like us: