সাতক্ষীরার আশাশুনিতে ইউপি নির্বাচনে ভোট গ্রহণ শুরু
নিজস্ব প্রতিনিধি।।
উৎসবমুখর পরিবেশে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন ৯নম্বর ওয়ার্ডের ইউপি নির্বাচনের সদস্য পদে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়েছে। তুয়ারডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। উক্ত ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩১৩৩।
প্রিজাইডিং অফিসার আশাশুনি উপজেলা একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিসার হাসানুজ্জামান জানান, সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। ইব্রাহিম খলিল টুকু বল প্রতীক নিয়ে ও আনারুল ইসলাম মোরগ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুলিশের পাশাপাশি আনসার এবং ভ্রাম্যমাণ টিম নির্বাচনী এলাকায় মোতায়েন রয়েছে।
নির্বাচন চলাকালীন সময়, উপজেলার সহকারী কমিশনার ভূমি শাহিনা সুলতানা (নির্বাহী ম্যাজিস্ট্রেট), আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম(পিপিএম), তদন্ত ওসি বিশ্বজিৎ কুমার,খাজরা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম, তুয়ার ডাঙ্গা এইচ এফ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশীষ কুমার মন্ডল, শিক্ষক অনাল মুখার্জি, যুবলীগ নেতা রমজান আলী মন্ডল, এসআই জাহাঙ্গীর হোসেন, এসআই ফকির জুয়েল, এসআই জাহাঙ্গীর সেলিম প্রমূখ ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত৫ জানয়ারী ইউপি নির্বাচনে খাজরার ৯ নং ওয়ার্ডে আনারুল ইসলাম ও ইব্রাহিম খলিল টুকু প্রতিদ্বতা করেন। নির্বাচনে দুইজন ১১১৬ ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করে উপজেলা নির্বাচন কমিশন। ফলে ৭ ফেব্রুয়ারী পুনঃ ভোটের তারিখ নির্ধারিত হয়।