শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পুনঃনির্বাচন সম্পন্ন
আশিকুজ্জামান লিমন, শ্যামমনগরঃ
গত ২৬ ডিসেম্বরে শ্যামনগরের গাবুরা ইউনিয়নের জেলিয়াখালী কেন্দ্রে ৩নং ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থীর প্রতীকে সমপরিমাণ ভোট পড়ে। ফলে সেখানে আবারও ভোট গ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে ভোটাররা শুধুমাত্র দুই মেম্বার প্রার্থীকে ভোট দিতে পারবেন। এই ওয়ার্ডে পুনরায় ভোটগ্রহণের ঘোষণা দেয়া হয় ৷ ৭ ফেব্রুয়ারী ২০২২ তারিখ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৫১নং জেলিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট সম্পন্ন হয় ।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৬শে ডিসেম্বর শ্যামনগর উপজেলার ৯টি ইউনিয়নে ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেদিন গাবুরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। মোঃ ছাত্তার গাজী, মোঃ ছরোয়ার গাজী, মহাদেব সরকার, নবীন মন্ডল, পীযূষ মৃধা। ভোট গণনায় দেখা যায়, মেম্বার প্রার্থী সৌভিক কুমার (গোবিন্দ) টিউবওয়েল প্রতীক ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শহিদুল্যাহ গাজী সিলিং ফ্যান প্রতীকে সমপরিমাণ ৩০১ ভোট পড়ার ফলে এই কেন্দ্রে সদস্যপদে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি। এরপর ওই দুই প্রার্থীর মধ্যে পুনরায় ভোটের সিদ্ধান্ত নিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে আজ ৷
নির্বাচনে সিলিং ফ্যান প্রতীক নিয়ে শহিদুল্ল্যাহ গাজী-৫২৫ ভোট এবং টিউবওয়েল প্রতীক নিয়ে সৌভিক কুমার ৪৭৪ ভোট পেয়েছেন ৷
Please follow and like us: