আশাশুনিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সেমিনার
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনিতে মুক্তিযুদ্ধের সঠিক তথ্য প্রচার ও মানুষকে সঠিক তথ্য সম্পর্কে সঠিক ধারনা প্রদানের লক্ষ্যে সেমিনার/কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ সেমিনার/কনফরেন্স অনুষ্ঠিত হয়।
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের আওতায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন, উপ সচিব ও প্রকল্প পরিচালক ড. এমডি আছাদুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে সেমিনারে ভিডিও চিত্র ও তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য ও করনীয়তা নিয়ে আলোচনা উপস্থাপন করেন প্রোগ্রামার আল আমিন। প্রকল্পের সহকারী প্রোগ্রামার শাহ এমরানের উপস্থাপনায় সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, উপজেলা শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, পিআইও সোহাগ খান। অনুষ্ঠানে উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষকমন্ডলী অংশ নেন।