মালয়েশিয়ায় জুয়ার আসর থেকে আটক পাঁচ বাংলাদেশি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একটি অনলাইনভিত্তিক জুয়া পরিচালনা কেন্দ্রে অভিযান চালিয়ে পাঁচ বাংলাদেশি জুয়ারিকে আটক করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) মালায় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
মালয়েশিয়া অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, বাংলাদেশি জুয়াড়িদের জন্য জালান ক্লাং লামা এলাকার একটি অ্যাপার্টমেন্টের ৪০ তলায় এই অনলাইন জুয়ার আয়োজন করা হতো। গত ১৫ জানুয়ারি থেকে জুয়ার সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন ৮২৬টি জায়গায় অভিযান চালানো হয়েছে।
অভিযানকালে সিটি সিআইডি প্রধান হাবিবি মাজিনজি বলেন, এই জুয়ার আসর থেকে প্রতিদিন প্রায় দুই লাখ বাংলাদেশি টাকা আয় হতো। অভিযানে পাঁচ বাংলাদেশিকে আটক করা হয়েছে। এছাড়া জুয়ায় ব্যবহার হতো এমন কিছু কম্পিউটার ও হ্যান্ডফোন জব্দ করা হয়েছে।
এক কর্মী দাবি করেন যে, তিনি এ শহরে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করার পর কয়েক মাস বেকার ছিলেন। এ সময় একজন বাংলাদেশি তাকে এ কাজের জন্য প্রস্তাব দিয়েছিলেন।
তিনি আরও বলেন, যখন কেন্দ্রটি চালু হয় তখন তিনি সেখানে দুই মাস কাজ করেন।
মালায় সিআইডি জানিয়েছে, গত মাস থেকে নগর পুলিশ ১১০টি জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ৩০৬ জনকে গ্রেপ্তার করেছে। যাদের মধ্যে ১৫৬ জনকে আসামি করা হয়েছে। বাকিদের বিষয়ে এখনও তদন্ত চলছে।