অনলাইনে ক্লাস চালু থাকলেও পরীক্ষা সশরীরে
অনলাইনে ক্লাস চালু থাকলেও পরীক্ষা হবে সশরীরে। সম্প্রতি শিক্ষা কার্যক্রম নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য ড. একিউএম মাহবুব।
তিনি বলেন, যে কোনো বিভাগে স্বাস্থ্যবিধি মেনে যেকোনো সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেয়া যাবে। তবে এক্ষেত্রে ভ্যাকসিন সনদ বিভাগে জমা দিতে হবে৷ এছাড়াও করোনাভাইরাসের প্রাদুর্ভাবে শুধুমাত্র অনলাইন ক্লাস চলমান থাকবে৷
উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি আবাসিক হল খোলা রেখে অনলাইনে ক্লাস চলমান রাখা হয় ৷ ঐ চলমান পরীক্ষা ছাড়া নতুন সব পরীক্ষা কার্যক্রম ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিতাদেশ প্রদান করে বশেমুরবিপ্রবি প্রশাসন।
Please follow and like us: