হৃদরোগে আক্রান্ত হয়ে শ্যামনগর উপজেলা জাসাদের সাধারণ সম্পাদকের মৃত্যু
এস.এম কামরুজ্জামান শ্যামনগর উপজলোধীন গুমানতলী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা এস.এম নাসির উদ্দীনের ছেলে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সাতক্ষীরা জেলা জাসদের সহ-সম্পাদক ও শ্যামনগর উপজেলা জাসদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন। মৃত্যুর আগে তিনি মা, চার ভাই ও তিন বোনসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।
এদিকে এস.এম কামরুজ্জামানের মৃত্যুতের গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছে সাতক্ষীরা জেলা জাসদ।
বিবৃতিতে জেলা জাসদের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করে বলেন, এস.এম কামরুজ্জামান ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ও সংগঠক। তার মৃত্যুতে দেশ একজন আদর্শ নাগরিককে হারালো। শ্যামনগর উপজেলার রাজনৈতিক অঙ্গণ হারিয়েছে একজন ত্যাগী নেতাকে। তার এ অভাব কখনও পূরণ হওয়ার নয়। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
শোক ও সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দাতারা হলেন সাতক্ষীরা জেলা জাসদের সভাপতি শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান লস্কর, সমাজসেবা সম্পাদক জান্নাতুল ফেরদৌস বীনা, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া আহমেদ, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, কলারোয়া উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, দেবহাটা উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল ওহাব, আশাশুনি উপজেলার আহবায়ক মো. সুরাত উজ্জামান, সদস্য সচিব সাইদুল ইসলাম রুবেল, কালিগঞ্জ উপজেলা জাসদের সভাপতি শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আবদুল আলীম, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান তারিখ প্রমুখ।