বাঁচতে চাই লিভার ক্যান্সারে আক্রান্ত হাফিজুর-সাহায্যের আবেদন
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরা গ্রামের মোঃ শাসছুর রহমান গাজীর
পুত্র মোঃ হাফিজুর রহমান (৪৮) লিভার ক্যান্সারে আক্রান্ত। সে অন্য সবার
মত স্বাভাবিক ভাবে বাঁচতে চাই। উন্নত চিকিৎসার জন্য সে সকলের নিকট আর্থিক
সহযোগিতা কামনা করছেন। সরজমিনে জানা যায় , হাফিজুর ভেটখালী বাজারের
রাস্তার পাশে বসে কাঁচা মালের ব্যবসা করে সংসার পরিচালনা করে আসছে। তার
সংসারে পিতা/মাতা , স্ত্রী , এক পুত্র ও এক কন্যা সন্তান আছে। কন্যাটি
বর্তমানে দশম শ্রেনীতে পড়াশুনা করে। হাফিজুরের একার আয়ের উপর সব কিছু
নির্ভর করে আসছিল। ২০২০ সালে হাফিজুর ব্যাপক ভাবে অসুস্থ্য হয়ে ডাক্তারের
¯রনাপর্ন্ন হয়ে পরীক্ষা নিরিক্ষা করে জানতে তারে তার লিভার ক্যান্সার
হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ডাক্তার ক্যান্সারের কেমো দেওয়ার পরামর্শ
প্রদান করে। হাফিজুর নিজের ও পরিবারের সব কিছু ঘুচিয়ে ও দানশীল
ব্যক্তিদের নিকট থেকে আর্থিক সহযোগিতা নিয়ে ক্যান্সারের ছয়টি কেমো প্রদান
করে। কিছুদিন সুস্থ্য থাকার পরে হাফিজুর পুনরায় অসুস্থ্য হয়ে পড়ে।
ডাক্তার বলেছে আবারও ক্যান্সারের কেমো প্রদান করতে হবে। যাতে ব্যয় হবে
আনুমানিক ২ লক্ষ ৩৪ হাজার টাকা। বর্তমানে হাফিজুর নিরুপায়। অর্থের অভাবে
কেমো দিতে না পেড়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। হাফিজুর ও তার পরিবার
সরকারী , বেসরকারী প্রতিষ্ঠান, সমাজের বিত্তবান , দেশ. বিদেশের
স্বেচ্ছাসেবক মূলক সংগঠনসহ দানশীল ব্যক্তিদের সহযোগিতা কামনা করছেন।
যোগাযোগ মোবাইল নং-০১৪০৮-৩০৭০৬৭
Please follow and like us: