সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের শীতবন্ত্র বিতরণ ও ফ্রি ফ্রাইডে ক্লিনিক
শহর প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা রোভার রোভার স্কাউটের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৮ জানুয়ারি সকাল ১০ টায় সদর উপজেলার বেলেডাঙ্গা স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কাউটস, রোভার অ লের প্রাক্তন সম্পাদক মোঃ মনিরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা রোভার স্কাউটের কমিশনার ও প্রাক্তন অধ্যক্ষ ইমদাদুল হক, সহ সভাপতি এ এস এম আব্দুর রশিদ, সম্পাদক এস এম আসাদুজ্জামান, আহসানিয়া মিশন মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. আব্দুল মান্নান, ডিআরএসএল জাহিদ হাসান, সহকারী কমিশনার (স্বাস্থ্য) ডা. সন্তোষ কুমার মন্ডল, প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুল হক, দিবা-নৈশ কলেজের রোভার নেতা আব্দুল্লাহ আল মামুন, এস এম আক্তারুজ্জামান, রংতুলি আর্টের সত্তাধিকারী মো. মাহিবুল্লাহ, জেলা সিনিয়র রোভার মেট প্রতিনিধি উজ্জল মোল্লা, সিনিয়র রোভার মেট ইয়াকুব আলী, হাবিবুর রহমান, রজনী সুলতানা, সোনিয়া, শরিফুজ্জামান, মেহেদী হাসান, সাবিত্রী পাল, নূর জাহান, ইসলামুল হোসাইন, প্রমুখ। পরে জেলা রোভার স্কাউটের কমিশনার (স্বাস্থ্য) ডা. সন্তোষ কুমার মন্ডলের তত্তাবধানে ফ্রি ফ্রাইডে ক্লিনিক অনুষ্ঠিত হয়।