বিপিএল যেন ‘বাংলাদেশ পুষ্পা লিগ’!
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তামিল ছবি ‘পুষ্পা’, যা এরই মধ্যে পেয়েছে অবিশ্বাস্য সাফল্য। ছবিটি দর্শকদের মাঝে এতটাই সাড়া ফেলেছে যে অনেকেই এই ছবির নায়ক পুষ্পার বিভিন্ন অঙ্গভঙ্গি নকলের চেষ্টা করছেন। সেই তালিকায় যোগ দিয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা ক্রিকেটাররাও। অবস্থা এমন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের অনেকেই বলছেন, বিপিএল যেন ‘বাংলাদেশ পুষ্পা লিগ’!
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনোভাব প্রকাশ করতে গিয়ে একজন লিখেছেন, ‘ওয়াচিং পুষ্পা প্রিমিয়ার লিগ’। আরেকজন লিখেছেন, ‘বাংলাদেশ পুষ্পা লিগ = বিপিএল’। সোশ্যাল মিডিয়ায় বিপিএল নিয়ে এমনই আলোচনা-সমালোচনায় মেতেছেন ভক্ত-সমর্থকরা।
এমন কাণ্ডের শুরুটা করেছিলেন নাজমুল ইসলাম অপু। দেশের ক্রিকেটে বাহারি উদযাপনের জন্য আগে থেকেই বিশেষভাবে পরিচিত তিনি। এরপর তার সঙ্গে একে একে যোগ দিয়েছেন সাকিব আল হাসান, তানভীর ইসলাম, ডোয়াইন ব্রাভো, শেখ মেহেদি হাসান, শরিফুল ইসলামরা। অবস্থা দেখে মনে হচ্ছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে সবাই যেন পুষ্পা সিনেমার ক্রিকেটীয় বিজ্ঞাপনে নেমেছে।
গত বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়া তামিল সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’-এর কেন্দ্রীয় চরিত্র পুষ্পা রাজের বিভিন্ন ভঙ্গিমা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেয়ে গেছে। যা থেকে বাদ পড়েননি ক্রিকেটাররাও। বিশেষ করে অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নারের একাধিক পুষ্পা নাচের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে গেছে নেট দুনিয়ায়। পাশাপাশি ভারতের ক্রিকেটাররাও মজেছেন পুষ্পায়।
এই পুষ্পা জ্বরে আক্রান্ত এবারের বিপিএলও। শুরুটা করেছিলেন নাজমুল অপু। টুর্নামেন্টের দ্বিতীয় দিন কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে সিলেট সানরাইজার্সের হয়ে খেলতে নেমে মাত্র ১৭ রানে ৩ উইকেট নিয়েছিলেন অপু। ইনিংসের ১১তম ওভারে আরিফুল হককে আউট করেই পুষ্পা রাজের মতো চোয়ালের নিচে বাম হাত দিয়ে দাঁড়িতে হাত বুলিয়ে দেওয়া উদযাপন করেন এ বাঁ-হাতি স্পিনার।
পরের ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ১৮ রানে ৪ উইকেট নেন অপু। সেদিনও প্রতিটি উইকেটের পর দেখান পুষ্পা উদযাপন। নাজমুল অপুর পর এই পুষ্পা উদযাপনের দেখা মেলে সাকিব আল হাসানের মধ্যেও। সেদিন একই ম্যাচে তিনজন দেখান পুষ্পা উদযাপন।
বিপিএলের ঢাকার প্রথম পর্বের শেষ দিন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয় ফরচুন বরিশাল। সেই ম্যাচের প্রথম ইনিংসে কুমিল্লার তারকা ব্যাটার ফাফ ডু প্লেসিকে আউট করে পুষ্পার মতো উদযাপন করেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। একই ইনিংসে ইমরুল কায়েস ও নাহিদুল ইসলামকে আউট করে পুষ্পার মতো হাঁটার ভঙ্গি করে উদযাপন সারেন ডোয়াইন ব্রাভো।
সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে বাঁ-হাতি স্পিনার তানভির ইসলাম নেন ১৯ রানে ২ উইকেট। তিনিও নুরুল হাসান সোহান ও জ্যাক লিন্টটকে আউট করে ব্রাভোর মতো করেই পুষ্পা রাজের ভঙ্গিতে হেঁটে উইকেট উদযাপন করেন। নাজমুল অপু, সাকিব, ব্রাভো ও তানভিরের পুষ্পা উদযাপনের মধ্য দিয়েই শেষ হয় ঢাকার প্রথম পর্ব।
আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই এ তালিকায় যোগ দেন আরও দুজন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ম্যাচের প্রথম ইনিংসে প্রতিপক্ষ অধিনায়ক মেহেদি হাসান মিরাজকে আউট করার পর, পুষ্পা সিনেমার গানে পুষ্পা যেমন মুখে সিগারেট নিয়ে নাচেন, তেমনি কাগজ দিয়ে প্রতীকী সিগারেট বানিয়ে সেই নাচ নেচে দেখান খুলনার শেখ মেহেদি হাসান।
ম্যাচের পরের ইনিংসে আবারো পুষ্পার একটি নাচ মাঠে নিয়ে আসেন শরিফুল ইসলাম। খুলনার বাঁ-হাতি ওপেনার সৌম্য সরকারকে আউট করে পুষ্পার মতো নাচ দেন শরিফুল ইসলাম। যেখানে তার সঙ্গে যোগ দেন অধিনায়ক মেহেদি মিরাজ, শামীম পাটোয়ারীরাও। একই ম্যাচে এ দু’জনের পুষ্পা উদযাপনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে বিপিএল ও পুষ্পাকে ঘিরে নানান আলোচনা-সমালোচনা।