ধর্ষণের পর কালি মাখিয়ে উল্লাস-সাত মহিলা গ্রেপ্তার
অনলা্াইন ডেক্স:
দুই দিন আগেই ভারতের প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে গণধর্ষণের শিকার তরুণীর চুল কেটে, মুখে কালি মাখিয়ে দিবালোকে রাস্তায় হাঁটানোর ঘটনায় তোলপাড় দেশটি। ভারতজুড়ে প্রতিবাদ বিক্ষোভের মুখে ওই ঘটনায় জড়িত সাত মহিলা ও দুই নাবালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দিল্লির পুলিশ জানিয়েছে, মোবাইল ভিডিও ও সিসিটিভি ফুটেজ দেখে আরও ১৫ থেকে থেকে ২০ জনকে চিহ্নিত করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পালিয়ে বেড়ানো অভিযুক্তদের খোঁজে পাঁচটি দল দিনরাত অভিযান চালাচ্ছে। যে কোনও মুহূর্তে বাকিদের গ্রেপ্তার করা হবে।
দিল্লির নারী কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল এই টুইটে জানান, পূর্ব দিল্লির কস্তুরবা নগরে তিন মাদক কারবারির কাছে গণধর্ষণের শিকার হন ওই তরুণী। সে সময় মেয়েটিকে ধর্ষণের জন্য উৎসাহ দিতে থাকেন উপস্থিত কয়েকজন নারী।
ধর্ষণের পর, প্রকাশ্যে ওই নারীকে নৃশংসভাবে মারধর করা হয়, তার মাথা মুড়িয়ে দেয়া এবং মুখে কালো কালি মাখিয়ে, গলায় জুতোর মালা পরিয়ে গোটা পাড়া ঘোরানো হয়। শুধু হাঁটানোই নয়, সে সময় আশপাশে থাকা মহিলারা উল্লাসে চিৎকারও করছিলেন।
জানা গেছে, ২০ বছরের ওই তরুণীকে উত্ত্যক্ত করতো একই পাড়ার এক যুবক। এরমধ্যে সেই যুবক আত্মহত্যা করে। এই ঘটনায় যুবকের এক চাচা তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে এলাকার মাদক কারবারিদের সাথে নিয়ে ধর্ষণ করে।
যুবকের মৃত্যুর জন্য ওই তরুণীকে দায়ী তার উপর চড়াও হন মৃত তরুণের প্রতিবেশী মহিলারা। ধর্ষণের শিকার তরুণীর মাথা মুড়িয়ে, গলায় জুতোর মালা পরিয়ে, মুখে কালি লেপে রাস্তায় ঘোরানোর অভিযোগ ওঠে সেই মহিলাদের বিরুদ্ধে।
দিল্লি পুলিশ জানিয়েছে, নির্যাতনের শিকার ওই তরুণীকে কাউন্সেলিং করা হচ্ছে। এই ঘটনায় জড়িত ৯ জন মহিলাসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য অভিযুক্তদের গ্রেপ্তারে জন্য চলছে তল্লাশি। গোটা ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ।