শ্যামনগরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত -১
আশিকুজ্জামান লিমন, শ্যামনগরঃ
শ্যামনগরের খানপুর শেখ বাড়ির মোড়ে ট্রাক-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে তরিকুল ইসলাম( ৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে। সোয়া ১টার দিকে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। জানাযায়, নিহত মো: তরিকুল ইসলাম (৩৩) অফসোনিন ফার্মাসিটিক্যাল কোম্পানিতে আই ভিশন গ্রুপে এম পি ও পদে কর্মরত ছিলেন। তার বাড়ি ঝিনাইদহের শৈলকুপায়।
প্রত্যাক্ষদর্শী রাজু, তারেক ও মোমেনা জানান, শ্যামনগর থেকে মৌতলা অভিমুখে যাওয়া ঘাতক ট্রাকটি একটি মটরসাইকেল ও ইংজ্ঞিন চালিত ভ্যানকে সজোরে ধাক্কা মারলে মটরসাইকেল এবং ভ্যান দুমড়ে মুচড়ে যায় এতে মটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওয়াহিদ মোর্শেদ মুত্যুর বিষয়টি নিশ্চিত করেন বলেন, ট্রাকের হেলপারকে আটক করা হলেও ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
Please follow and like us: