দেবহাটায় গণপরিবহন ও যানবাহনে মোবাইল কোর্টের অভিযান
নিজস্ব প্রতিনিধি:
সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং করোনার তৃতীয় ঢেউ অমিক্রন ঠেকাতে গণপরিবহনে সরকার ঘোষিত বিধিনিষেধ প্রতিপালনে সাতক্ষীরা-কালীগঞ্জ মহাসড়কে চলমান যানবাহনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সখিপুর মোড়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অভিযানকালে মাস্ক ব্যবহার না করা, সামাজিক দূরত্ব না মানা এবং সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী বহনকারী বাস ও মাহিন্দ্রাসহ ১৮টি গণপরিবহন ও যানবাহনের চালকদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়েরসহ সাড়ে ৮ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। মোবাইল কোর্টে বেঞ্চ সহকারীর দায়িত্ব পালন করেন বেনজির রহমান।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, বর্তমানে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন অতিদ্রুত দেশব্যাপী সংক্রমন ছড়াচ্ছে। সংক্রমন রোধে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে ১১ দফা বিধিনিষেধ জারি করা হয়েছে। যেসকল গণপরিবহন ও যানবাহনে এসকল বিধিনিষেধ লংঘিত হচ্ছে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী বলেন, বর্তমানে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন অতিদ্রুত দেশব্যাপী সংক্রমন ছড়াচ্ছে। সংক্রমন রোধে ইতোমধ্যেই সরকারের পক্ষ থেকে ১১ দফা বিধিনিষেধ জারি করা হয়েছে। যেসকল গণপরিবহন ও যানবাহনে এসকল বিধিনিষেধ লংঘিত হচ্ছে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।
Please follow and like us: