অপরিকল্পিত মৎস্য ঘের বন্ধ করে টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী
হাফিজুর রহমান শিমুলঃ
জলবায়ু পরিবর্তন বিশ্বব্যাপী আলোচীত বিষয়, এর কারণে গোটা বিশ্ব হুমকীর মুখে পড়েছে। তারপরে অপরিকল্পিত মৎস্যচাষের ফলে বেড়িবাঁধ, ঘরবাড়িসহ সড়ক ও জীব বৈচিত্র্যকে ধ্বংস করছে। এই ধ্বংসের হাত থেকে রক্ষা পেতে হলে পরিকল্পিত মৎস্যঘের এখন সময়ের দাবী। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় অপরিকল্পিত মৎস্য ঘের অপসারণের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী একথা বলেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বেলা ১১ টায় বঙ্গবন্ধুর ম্যুরাল চত্ত্বরে উন্নয়ন সংগঠন লিডার্স এর আয়োজন মানববন্ধন কর্মসূচিতে জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, উপজেলা যুব ফোরাম, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন, লিডারস কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধিবৃন্দ অংশগ্রহণ করেন। সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ” লীগের সিনিঃ সহ-সভাপতি সাঈদ মেহেদি। তিনি তার বক্তব্যে আরও বলেন দক্ষিণ-পশ্চিম উপকূলবাসীকে ঝুঁকি থেকে পরিত্রান করতে সরকার নতুন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন। অপরিকল্পিত মৎস্য ঘের বন্ধ করে টেকসই উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে। নোনা পানির ফলে সুপ্রিয় খাবার পানি বিনষ্ট হচ্ছে। সরকারি বিধি মেনে অপরিকল্পিত মৎস্য ঘের অপসারণ করতে সকলকে এগিয়ে আসতে হবে।
Please follow and like us: