শ্যামনগরে নতুন ইউএনও’র সাথে সুন্দরবন প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
আশিকুজ্জামান লিমনঃ
সাতক্ষীরার শ্যামনগরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আক্তার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুন্দরবন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
রবিবার (২৩শে জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিলাল হোসেনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাৎতে মিলিত হন উপজেলার সাংবাদিক বৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, শেখ সোহরাব হোসেন,জিএম রুস্তম আলী, জিএম মাসুম বিল্লাহ, এম এম আব্দুল্লাহ আল মামুন, জিএম নজরুল ইসলাম, আক্তার হোসেন, ইসমাইল হোসেন, আশিকুজ্জামান লিমন, জিএম আব্দুল্লাহ আল মামুন, আশিকুর রহমান, আব্দুল কাদের, আল হুদা মালী, রাকিবুল হাসান ও সাহেব আলী।
এ সময় ইউএনও মোঃ আক্তার হোসেন বলেন, শ্যামনগর একটি ঐতিহ্যবাহী ও পর্যটন সমৃদ্ধ উপজেলা। এই উপজেলা মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, ভূমি ও বালুদস্যু প্রতিরোধ সহ সকল ধরনের অপরাধ বন্ধে কাজ করবেন। এতে উপজেলার সাংবাদিক, রাজনৈতিক, সমাজিক ও সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
Please follow and like us: