রাজধানীর ভাটারায় একটি ভবনে আগুন
রাজধানী ভাটারা থানার পাশে বারিধারায় ‘জে’ ব্লকের পাঁচ নম্বর রোডের ছয়তলা একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রেণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।
রোববার এ আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, বারিধারায় ‘জে’ ব্লকের পাঁচ নম্বর রোডের ছয়তলা ভবনের পঞ্চম তলায় আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
তবে প্রত্যক্ষদর্শীরা জানায়, ছয়তলা এই ভবনটির পঞ্চমতলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
Please follow and like us: