বুধহাটায় প্রি-ক্যাডেট মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারের সন্নিকটে প্রি-ক্যাডেট মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শিক্ষাদান প্রতিষ্ঠানের ক্ষেত্রে নতুন বার্তা নিয়ে সরকারি কারিকুলাম ও ধর্মীয় শিক্ষাদানের মানসিকতা নিয়ে ২০১৬ সালে বুধহাটা দারুল হাদীস প্রিকক্যাডেট মাদরাসা যাত্রা শুরু করে। শুরু থেকে বুধহাটা গাজী মার্কেটে পৃথক পরিবেশে ক্লাস পরিচালনা করা হয়েছে। এবছর বাজারের পাশে নিজস্ব জমিতে নেওয়া হয়েছে প্রতিষ্ঠানটি। নিজস্ব জায়গায় মাদরাসার নতুন ভবন নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, বুধহাটা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশাশুনি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু ও আশাশুনি সরকারি কলেজের প্রভাষক আলহাজ্ব হাবিবুল্লাহ বাহার। এসময় মাদরাসার শিক্ষকবৃন্দ এবং দায়িত্বশীলদের মধ্যে আঃ হামিদ, নয়ন, আলহাজ্ব আব্দুল কুদ্দুস, মিজানুর রহমান গাজী, মাঃ মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।