অফিসের ইলেক্ট্রিক সামগ্রী চুরি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে একই রাতে ৫ দোকান ও এনজিও অফিসের ইলেক্ট্রনিক্স সামগ্রী চুরি হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে বাজারের করিম সুপার মার্কেটে এ চুরির ঘটনা ঘটে।
প্রতিদিনের ন্যায় শনিবার রাতে ব্যবসায়ীরা ও এনজিও অফিস বন্ধ করে চলে যায়। রাতের কোন এক সময় চোরেরা এনজিও বন্ধু কল্যাণ ফাউন্ডেশন, খোকন এর চা’র দোকান, আরিফুলের মাংসের দোকান, মামুনের চা’র দোকান ও আজিজুলের চা’র দোকানের অনেকগুলো বাল্ব ও হোল্ডার চুরি করে নিয়ে যায়। প্রতিদিন রাতে বাজার ও করিম সুপার মার্কেটে পাহারাদার পাহারা দিয়ে থাকে। পাহারাদার থাকার পরও চুরির ঘটনা ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বাজারে নতুন কমিটি গঠনের পর দীর্ঘ এক বছরে নিয়মিত পাহারার ব্যবস্থা করায় বাজারে চুরির ঘটনা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। কিছুদিন কমিটির সদস্যদের মধ্যে মতভেদের সৃষ্টি হওয়ায় সামগ্রিক পরিবেশে এর প্রভাব পড়েছে। এরই মধ্যে একরাতে ৫ প্রতিষ্ঠানে চুরির ঘটনা ব্যবসায়ীদেরকে হতাশ করে তুলেছে। চুরির ঘটনা তদন্ত পূর্বক চোর শনাক্ত করে পুনরায় চুরি প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও সচেতন মহল।