টাটা ক্রপকেয়ার কোম্পানীর প্রথম বর্ষপুর্তি পালন
স্টাফ রিপোটার:
সাতক্ষীরায় টাটা ক্রপ কেয়ার কোম্পানীর প্রথম বর্ষ পুর্তি উৎসব পালন করা হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা মোজাফ্ফর গার্ডেনে বর্ষপূর্তি এ উৎসব পালন করা হয়।সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. জাহিদুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা কৃষি সম্প্রসারণ আধিদপ্ততরের অতিরিক্ত পরিচালক মো. ফজলুল হক ও ষশোর শাখার অতিরিক্ত পরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। অনান্যদের মধ্যে
বক্তব্য রাখেন, খুলনা কৃষিসম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তা হাফিজুর রহমান নড়াইলের দীপক কুমার রায়, ষশোরের কৃষিবিদ সুব্রত কুমার চক্রবর্তী, বেনাপোলের অনুজ কুমার রায় ও আজিজুর রহমান, সাতক্ষীরা বিএফএর সভাপতি বিশ্বজিৎ সাধু প্রমূথ । এসময় সেখানে, ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোসাদ্দেক হোসেন,তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম, অমল কুমার, ইকবল হোসেন, ব্যবসায়ী নারায়ন চন্দ্র সাধু, টাটা ক্রপ কেয়ার কোম্পানীর ম্যানেজিং ডিরেক্টের কেশব সাধু উপস্থিত ছিলেন । অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, কোম্পানীর প্রধান ব্যাবস্থাপক আমিরুল আলম। অনুষ্ঠানে কোম্পানির
ম্যানেজিং ডিরেক্টের কেশব সাধু বলেন, কোম্পানি জেলার চাহিদা পূরণ করে বর্তমানে ১৮টি প্রোডাক্ট বাংলাদেশের ৪৪ টি জেলার কৃষকের হাতে পৌঁছে গেছে। কোম্পানির উদ্দেশ্য নিজে লাভবান হওয়ার জন্য নয় বরং দেশকে খাদ্যে স্বয়ং সম্পন্ন করা এবং বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা। এ কোম্পানি আগামী ২০২৫ সালের মধ্যে ৩হাজার পরিবারের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বলে তিনি জানান।
Please follow and like us: