ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে মাসে ১২জন আসামি গ্রেফতার
আঃজলিল, যশোরঃ
যশোরের ঝিকরগাছা থানা পুলিশের বিশেষ গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযানে সর্বমোট ১২জন আসামি গ্রেফতার।
যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয়ের দিক-নির্দেশনায় অদ্য ২২/০১/২০২২ খ্রিঃ ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ জনাব সুমন ভক্ত এর নেতৃত্বে কয়েকটি চৌকস টিম অত্র থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ মাসের ১ জন সাজাপ্রাপ্ত আসামী, ১০ জন জি.আর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী, ০১ জন সি.আর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী, সর্বমোট-১২ জন গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃত আসামিরা হলেন ১ মোঃ রেজাউল ইসলাম, পিতা-মোঃ আমির হোসেন, সাং-হাড়িয়া,২ মোঃ জমির গাজী, পিতা-আব্দুল বাকী, সাং-পায়রাডাঙ্গা,৩ মোঃ আঃ রহমান@ লাল্টু, পিতা-মোঃ হযরত আলী, সাং-হাড়িখালী পাঁচপোতা,৪ মোছাঃস্বপ্না, পিতা-হযরত আলী, সাং-হাড়িখালী পাঁচপোতা,৫মোছাঃ জাহানারা বেগম, স্বামী-হযরত আলী, সাং-হাড়িখালী পাঁচপোতা,৬ মোঃ শরিফুল ইসলাম, পিতা-মৃত লুৎফর রহমান, সাং-কলাগাছি ৭মোঃ মনিরুল ইসলাম, পিতা-মৃত আব্দুল বারিক বিশ্বাস, সাং-কৃষ্ণনগর কাটাখালি,৮ মোঃ সোহেল রানা, পিতা-নজরুল ইসলাম, সাং-নন্দি ডুমুরিয়া।৯ মোঃ আমিনুর রহমান, পিতা-ইয়াকুব আলী, সাং-ঝিকরগাছা বেলে বটতলা,১০ প্রবীর দাস, পিতা-দুলাল দাস, সাং-ছুটিপুর,১১ মোঃ রবিউল ইসলাম, পিতা-মহর আলী, সাং-মনোহরপুর,
১২মোঃ মহসীন আলম, পিতা-মোঃ সিদ্দিক হোসেন, সাং-বেড়ারুপানি, সর্বথানা-ঝিকরগাছা, জেলা-যশোর।
গ্রেফতারকৃত আসামীদের শনিবার দুপুরে বিচারের নিমিত্তে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Please follow and like us: