গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত জনজীবন বিপর্যস্ত
ফারুক সাগর ,তালা :
ভোররাত থেকে তালায় থেমে থেমে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।আজ শনিবার সাপ্তাহিক ছুটির কারণের সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কর্মস্থানে আসার প্রয়োজন হয়নি।কিন্তু কম আয়ের মানুষের উপর নেমে এসেছে বিপর্যয়।এখন মাঠে মাঠে ইরি ধান লাগানোর মহা কর্মযজ্ঞ চলছে।এ অঞ্চলের মানুষের এটাই জীবনধারণের প্রধান ফসল।সাতক্ষীরার আবহাওয়া অফিসের পূর্বাভাসে দৈনিক সাতক্ষীরা ডটকমকে জানায় আগামী রবি ও সোমবার বৃষ্টিপাত হতে পারে।তবে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও শীতের অনুভূতি বাড়বে।স্থানীয় কৃষক অনু সরকার ,হামিদ বিশ্বাস,রেজাউল গোলদার,করিম সরদার ও হায়দার সরদার বলেন বিরূপ আবহাওয়ার কারণে তাদের ধান রোপণ ব্যাহত হচ্ছে।সেই সাথে ব্যয়ও বৃদ্ধি পাবে।
Please follow and like us: