ভয়ঙ্কর রূপে করোনা: একদিনে মৃত্যু দ্বিগুণ, শনাক্ত ছাড়াল ১১ হাজার
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। গতকাল এ সংখ্যা ছিল মাত্র ছয়জনে। আজকের ১২ জনসহ করোনায় মোট মৃত্যু দাঁড়ালো ২৮ হাজার ১৯২ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ১৩৪টি নমুনা পরীক্ষার বিপরীতে ১১ হাজার ৪৩৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ লাখ ৬৪ হাজার ৬১৬ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে করোনা শনাক্তের হার ২৮.৪৯ শতাংশ।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭৫২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট করোনা থেকে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৫৫ হাজার ৫৯৭ জনে।
এর আগে, বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর জানায়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছিল। তখন দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ছিল ২৮ হাজার ১৮০ জন। ঐ সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১০ হাজার ৮৮৮ জন। তখন দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ৫৩ হাজার ১৮২ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যুর খবর আসে। ওই বছরের শেষ দিকে সংক্রমণ ও মৃত্যু কিছুটা নিম্নমুখী হলেও ২০২১ সালের এপ্রিলের পর থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট ব্যাপক তাণ্ডব চালায়। তবে ২০২২ সালের শুরুতেই ওমিক্রন ভ্যারিয়েন্ট আবারও চোখ রাঙাতে শুরু করে। দ্রুত বাড়তে থাকে সংক্রমণ ও মৃত্যু।