সেভ ওয়াইল্ড লাইফ’র রাতের অভিযানে মৎস্য ঘের থেকে পাখি ধরার ফাঁদ ও জাল জব্দ
জহর হাসান সাগর :
খুলনা ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের বিল থেকে গভীর রাতে পাখি ধরার ফাঁদ ও সরঞ্জাম উদ্ধার করেছে সেভ ওয়াইল্ড লাইফ টিম।
গত মঙ্গলবার রাত আনুমানিক ১২ টা সময় এই পাখি ধরার ফাঁদ উদ্ধার করা হয়।
এ বিষয়ে সেভ ওয়াইল্ড লাইফ এর সভাপতি ইমরান হোসেন রিপন জানান যে,
গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি পাখি শিকারীর দল পাখি শিকারের জন্য কারেন্ট জাল ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে আরশনগর বিল বাওড়ে শিকারের প্রস্তুত নিচ্ছে। আমরা তাৎক্ষনিক টিমসহ গভীর রাতে যেয়ে ফাঁদ পাতা অবস্হায় আটকে একটি বক মারা গেছে।
আমরা ঘেরের লোকের সাঙ্গে কথা বলে জালগুলো উঠিয় নিয়ে আসি ওই ঘের মালিক সহ স্থানীয় সাংবাদিক জনপ্রতিনিধিদের সামনে বাজারে জালগুলো আগুন দিয়ে প্রকাশ্যে বাজারের ভিতরে জ্বালিয়ে দেওয়া হয়।
উদ্ধার কাজে অংশ করেন।
সভাপতি ইমরান হোসেন, সহ-সভাপতি মোঃ বায়জিত হুসাইন, কোষাধক্ষ্য আব্দুল মান্নান, গবেষণা বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক গোপী নাথ শীল, সাংগঠনিক সম্পাদক জহর হাসান সাগর, মাহবুবুর রহমান, মুকুল, প্রমূখ।
Please follow and like us: