ওমিক্রন ভেরিয়েন্টের প্রদুর্ভাব রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা তথ্য অফিসের সড়ক প্রচার
নিজস্ব প্রতিনিধি :
করোনা ভাইরাস (কোভিড-১৯) ওমিক্রন ভেরিয়েন্টের প্রদুর্ভাব রোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জেলা প্রশাসনের নির্দেশনায় জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রতিদিন চলছে সড়ক প্রচার। বুধবার (১৯ জানুয়ারি) সকাল থেকে শহরে জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসাধারণকে করোনা ভাইরাস (কোভিড-১৯) ওমিক্রন ভেরিয়েন্ট থেকে বাঁচতে ও প্রতিরোধে বিভিন্ন নির্দেশনাসহ সতর্কীকরণ বার্তা প্রচার করছে। করোনা প্রতিরোধে একমাত্র জনসচেতনতায় পারে অগ্রণী ভূমিকা রাখতে। দীর্ঘ বিরতীর পর সাতক্ষীরাতে ও করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে এবং ইতিমধ্যে করোনায় দুই জনের মৃত্যু হয়েছে। তাই এখনই সময় করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সতর্ক ও সজাগ হওয়ার।
Please follow and like us: