পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় বৃদ্ধা নিহত
পাটকেলঘাটা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু হয়েছে। প্রতিবেশি বিশ্বাস আতিয়ার রহমান জানান, সোমবার বেলা সাড়ে ১২টার সময় পাটকেলঘাটা থানার যুগিপুকুরিয়া গ্রামের মৃত কফিল উদ্দিন বিশ্বাসের স্ত্রী জেবুন্নেছা বেগম (৯৫) সাতক্ষীরা বলাডাঙ্গা বাবার বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিল।
পাটকেলঘাটা কলেজ মোড় নামক স্থানে বাস থেকে নামার পর রাস্তা পার হবার সময় সাতক্ষীরাগামী পরিবহন তাকে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে পাটকেলঘাটা পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বেলা ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাত ৯টার পর মরহুমের নামাজের জানাজা শেষে পারববারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।
Please follow and like us: