কালিগঞ্জের নলতায় সিমরা এগ্রোর পৃষ্ঠপোষকতায় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কালিগঞ্জের নলতায় সিমরা এগ্রোর সার্বিক পৃষ্ঠপোষকতায় জাকজমক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিলো স্বেচ্ছাসেবি সংগঠন ‘নবিকরণ’। ৮ টি দল এই টুর্নামেন্ট এ অংশ নেয়। ১৮ জানুয়ারি নলতা হাইস্কুল মাঠে ফাইনাল খেলায় অংশ নেয় পারুলিয়া সিটি ডিজিটাল ল্যাব ক্রিকেট একাদশ এবং নলতা বন্ধুমহল ক্রিকেট একাদশ। টুর্নামেন্ট এর ফাইনালে জয়লাভ করে নলতা বন্ধুমহল ক্রিকেট একাদশ। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের খেলোয়াড় আবির হোসেন এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছেন পারুলিয়া সিটি ডিজিটাল ল্যাব ক্রিকেট একাদশ এর মো. আল আমিন।
প্রচুর সংখ্যক দর্শকের উপস্থিতিতে ফাইনাল খেলাটি পরিচালনা করের মেহেরুল্লাহ আল গালিব ও ইসরাইল হোসেন খোকন এবং ফাইনখেলাটিতে ম্যাচ রেফারি ছিলেন আবুল কালাম বিন আকবর। খেলা শেষে নবকিরনের সভাপতি নলতা মাধ্যমিক বিদ্যালয়ের আহসার কবির টুটুলের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে পুরুস্কার বিতরণ করেন সিমরা এগ্রো এর জেনারেল ম্যানেজার মো.রফিকুল ইসলাম রতন।, বিশিষ্ট চিকিৎসক আব্দুল ওহাব, নলতা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি আনিসুজ্জামান খোকন, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম এবয় সিমরা এগ্রোর কর্মকর্তাবৃন্দ।
আয়োজনটি টেনিস ক্রিকেটে খুলনা বিভাগেে শ্রেষ্ঠ আয়োজন হিসেবে সর্বজনমুখে শোভা পাচ্ছে।