আজ নাট্যকর্মী আরএম মেহেদী’র জন্মদিন
শহর প্রতিনিধি:
নাট্যকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরার গল্প’র পরিচালক আরএম মেহেদীর জন্মদিন আজ। তিনি জন্মগ্রহণ করেন ২০০১ সালের ১৯ জানুয়ারি সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর গ্রামে। তার পিতার নাম মো. কুরবান আলী। মেহেদীর নাট্য জগতে আসার শুরুটা ছিল ম নাটকের মধ্য দিয়ে। মেহেদীর প্রথম ম নাটক ছিল ‘মনি মুক্তা’ নাটকটি নাটকটি পরিচালনা করেছিলেন দীপালোক একাডেমির পরিচালক ও সাংবাদিক বরুণ ব্যানার্জী। নাটকটি ছিল বাল্যবিবাহের বিরুদ্ধে। এছাড়া ও তিনি একাধিক ম নাটকে কাজ করেছেন। এ প্রসঙ্গে আরএম মেহেদী বলেন প্রতিটি মুহূর্ত আমার কাছে গুরুত্বপূর্ণ। মিডিয়া যেন আমার জীবনকে ঘিরে নিয়েছে। আমি যেন সারা জীবন অসহায় মানুষের পাশে থেকে মানবতার কল্যাণে কাজ করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের দিনটি আমার জন্য স্পেশাল। আজকের দিনটা আমি চিরস্মরণীয় করে রাখতে চাই। আজকের সারাটাদিন আমি আমার পরিবারের সাথে সময় কাটাবো। সবাই আমার জন্য দোয়া করবেন।