অতীতের নস্টালজিক -সাবিনা সিদ্দিকী শিবা
অতীতের নস্টালজিক- সাবিনা সিদ্দিকী শিবা
হারিয়ে গেছে সময়ের সাথে,
কত সকাল রাত।
হারিয়ে গেছে আপন জনের,
আঁকড়ে ধরা হাত।
হারিয়ে গেছে জোছনা চাঁন,
হারিয়ে গেছে মন।
আস্তে আস্তে হারিয়ে গেছে,
কত আপন জন।
হারিয়ে গেছে জীবন থেকে,
কত শত কাল।
হারিয়ে গেছে হিজল গাছের,
ফুলে ভরা ডাল।
হারিয়ে গেছে দাদী,নানির,
মুখে চাবা পান।
হারিয়ে গেছে। দাদা,নানার,
মুগ্ধ করা গান।
হারিয়ে গেছে পাঠশালার দিন,
শ্লেট হাতের খড়ি।
হারিয়ে গেছে নারকেল পাতার,
চশমা হাতের ঘড়ি।
হারিয়ে গেছে কুপির আলো,
হারিয়ে গেছে ঘুড়ি
সময়ের সাথে হারিয়ে গেছে,
নানান কাঁচের চুড়ি।
হারিয়ে গেছে খোলার মুড়ি,
কাজি পাতা ভাত।
হারিয়ে গেছে চড়ুইভাতি,
কলা পাতার পাত।
হারিয়ে গেছে প্রথম প্রেমের
কষ্টে ভরা মন।
চলতে চলতেই হারিয়ে গেছে
বন্ধু কত জন।
চলতে চলতেই হারিয়ে গেছে,
আমার অবুঝ মন।
এদিক সেদিক ঘুরে ফিরে,
খুঁজি সারাক্ষণ,,,,
Please follow and like us: