দেবহাটায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: দেবহাটা সদর ইউনিয়নে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের বাসগৃহ নির্মাণের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার বসন্তপুর এলাকায় এসকল ঘরের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, দেবহাটা সদরের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, নব-নির্বাচিত ইউপি সদস্য কামাল হোসেন, আব্দুল হাই, মাহাবুবুর রহমান বাবলু, রেহেনা পারভীন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এসময় ৯টি ঘরের কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে সরকারি বরাদ্ধ অনুযায়ী বাসগৃহের নির্মান কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, তা দেখভালের জন্য সুবিধাভোগীদের প্রতি আহ্বান জানান ইউএনও।