কৈখালীতে গাঁজা ও ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী আটক
আশিকুজ্জামান লিমনঃ
কৈখালীতে গাঁজা ও ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ী আটক ৷ গতকাল ১৬ জানুয়ারী ২০২২ তারিখ রাত প্রায় ৯ টার দিকে শ্যামনগর থানার এসআই ফজলে রাব্বীর নেতৃত্বে এএসআই মামুন সহ সঙ্গীয় ফোস্ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম কৈখালী কালুন্দীপাড়া গ্রামে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী খলিল মল্লিকের ছেলে আনিছুরের বাড়ি থেকে কৈখালী কারিকরপাড়ার সাত্তার বরকন্দাজের ছেলে আব্দুল্লাহ্ আল-মামুন, শৈলখালী গ্রামের সৈয়েদ মোল্ল্যার ছেলে শাহীন, আমজাদ সরদারের ছেলে নাজমুল সরদারকে ৫০০ গ্রাম গাঁজা ও ১০ পিছ ইয়াবা সহ আটক করেন।
পরবর্তীতে একুই পুলিশ সদস্যরা শৈলখালী বকুলতলা মোড় থেকে অন্য মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামী শৈলখালী গ্রামের মৃত বরদাকান্ত হাবলিয়ার ছেলে রঞ্জন হাবলিয়া ওরফে বোতলকে ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করেন । ১৭ জানুয়ারী ২০২২ ধৃত আসামিদের সাতক্ষীরা কারাগারে প্রেরণ করে থানা পুলিশ ৷
রমজাননগর ও কৈখালী বিট অফিসার এসআই ফজলে রাব্বী জানান, এলাকায় মাদক সহ সকল অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত শ্যামনগর থানা পুলিশ অভিযান অব্যাহত রেখেছে ৷ গ্রেফতারকৃতদের যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে ৷
Please follow and like us: