কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মস্থলে বছরপূর্তিতে বিভিন্ন মহলের শুভেচ্ছা জ্ঞাপন
হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম কর্মস্থল কালিগঞ্জে এক বছর অতিবাহিত করায় বিভিন্ন মহল থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। তিনি ২০২১ সালের ১৭ জানুয়ারী প্রথম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদান করেছিলেন। এর আগে তিনি সাতক্ষীরা তালা উপজেলায় সহকারী কমিশনার (ভুমি) হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন। কালিগঞ্জে খন্দকার রবিউল ইসলামের নবর্বাহী কর্মকর্তা হিসাবে বর্ষপূর্তি উপলক্ষ্যে ইউএনও অফিসের স্টাফগন ফুলেল শুভেচ্ছা প্রদান করেন। একই সাথে উপজেলার বিভিন্ন জনপ্রতিধি, ব্যাংক ও এনজিও কর্মকর্তা, গনমাধ্যমকর্মীসহ বনিক সমিতির নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জ্ঞাপন করেন। খন্দকার রবিউল ইসলাম কালিগঞ্জ উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগদানের পরথেকে মহামারী করোনা প্রতিরোধ, স্থানীয় সরকার নির্বাচন, এসএসসি ও এইচ এস সি পরীক্ষা নিষ্ঠার সাথে সম্পন্নসহ উপজেলার জনগুরুত্বপূর্ণ কাজ করে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন।
Please follow and like us: