কালিগঞ্জে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেড়িবাঁধের অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে
হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওয়াপদা বেঁড়িবাধের তলা ছিদ্র করে লোনা পানি উত্তোলন করায় অবৈধ পাইপ অপসারণ করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার (১৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলার মথুরেশপুর ইউনিয়নের সীমান্তবর্তী কালিন্দী নদীর পাড়ে বসন্তপুর, হাড়দ্দাহ ও চিংড়া বেড়িবাঁধ এলাকায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত চলাকালে উপস্থিত ছিলেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান বাপ্পী ও থানা পুলিশের সদস্যবৃন্দ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী দীপঙ্কর কুমার দাশ, সার্ভেয়ার আহসানউল হক, কালিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী ওবায়দুল হক মল্লিক, তন্ময় হালদার, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধে যত্রতত্রে ছিদ্র করে অবৈধ পাইপ বসিয়ে লোনা পানি উত্তোলণ করায় বেড়িবাঁধ ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছে। এর ফলে বেড়িবাঁধ নষ্ট হয়ে ইতিপূর্বে একাধিক জায়গা প্লাবিত হয়ে মৎস্যঘের ও ফসলের ক্ষয়ক্ষতি হয়। অভিযান চলাকালে বেশ কয়েকটি অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে। এমনিভাবে ধারাবাহিক ভাবে অবৈধপন্থায় স্থাপন করা লোনাপানি তোলা পাইপ অপসারণে অভিযান অব্যাহত থাকবে।
Please follow and like us: