ওমিক্রনে দেশে আক্রান্ত অর্ধশত ছাড়াল
দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এ পর্যন্ত ৫৫ শরীরে শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২৩ জনই রাজধানী ঢাকার বাসিন্দা।
রোববার রাতে জার্মানিভিত্তিক গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) এ তথ্য জানিয়েছে।
এদিকে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্ত ২৩ জনের মধ্যে পুরুষ ১২ জন, নারী ১১ জন। তারা সবাই ঢাকার বাসিন্দা। এদের মধ্যে ৪ জন উত্তরার, ২ জন বাসাবোর, ৪ জন চাঁনখারপুলের ও ১৩ জন মহাখালীর বাসিন্দা।
এর আগে, বুধবার পর্যন্ত মোট ৩৩ জনের ওমিক্রন শনাক্তের কথা জানিয়েছিল জিআইএসএআইডি। এদের ৩০ জনই ছিলেন ঢাকার।
ডিসেম্বরের শেষের দিক থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত জমা হওয়া নমুনা শনাক্ত শেষে এ তথ্য পাওয়া গেছে।
জিআইএসএআইডি এর তথ্য বলছে, ডিসেম্বরের শেষের দিক থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত জমা হওয়া নমুনা শনাক্ত শেষে এই তথ্য পাওয়া গেছে।
এদিকে গত বছরের ১১ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বাংলাদেশে প্রথম ওমিক্রন শনাক্তের বিষয়টি জানান। ১০ জানুয়ারি দেশে ১০ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়। ১২ জানুয়ারি তিনজনের শরীরে ওমিক্রন শনাক্ত হওয়ার সংবাদ আসে। তারা সবাই রাজধানী ঢাকার বাসিন্দা।
তবে এ রোগীরা সম্প্রতি বিদেশ ভ্রমণ করেছেন কি না, সে সম্পর্কিত কোনো তথ্য সংস্থাটি জানাতে পারেনি।
অতি সম্প্রতি জিম্বাবুয়ে থেকে ফিরে আসা জাতীয় নারী ক্রিকেট দলের দুই সদস্যের দেহে ওমিক্রনের অস্তিত্ব পাওয়া যায়।
গত বছরের ২৪ নভেম্বর আফ্রিকা অঞ্চলে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার খবর দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।