মরহুমা রোকেয়া খাতুনের রুহের মাগফেরাত কামনায় দোয়া
নিজস্ব প্রতিনিধি:
দেবহাটা প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটুর মাতা মরহুমা রোকেয়া খাতুনের রুহের মাগফেরাত কামনায় চেহলাম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলার মাঘরীতে আব্দুর রব লিটুর বাসভবনে তার মাতা মরহুমা রোকেয়া খাতুনের রুহের মাগফেরাত কামনায় চেহলাম ও দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক নির্মল মন্ডল, আমিনা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল তারিক, কোঁড়া জামে মসজিদের ইমাম নূরুল ইসলাম জিহাদী, বসন্তপুর জামে মসজিদের ইমাম মাওলানা নুরুল হক, মাঘরী আহছানিয়া জামে মসজিদের ইমাম আরিফ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও আশপাশের আহছানিয়া শাখা মিশনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।