নিরাপদ নয় জেনে আগেই অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে কোহলি
স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টির অধিনায়কত্বটা ছাড়ার কিছুদিন পর ভারতের ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিরাট কোহলিকে। সেই একই শঙ্কা ছিল তার টেস্ট অধিনায়কত্ব নিয়েও। সেটার পুনরাবৃত্তি যেন আবারও না ঘটতে পারে, সে কারণেই ভারতের টেস্ট অধিনায়কত্বটা ছেড়েছেন কোহলি। এমনটাই মত দলটির সাবেক তারকা সঞ্জয় মাঞ্জরেকারের।
দক্ষিণ আফ্রিকার মাটিতে ভারতের টেস্ট সিরিজ শেষ হয়েছে শুক্রবার, তাতে কোহলির অধিনায়কত্বের পালাও শেষ হয়েছে। কারণ সীমিত ওভারের ক্রিকেটে আগে থেকেই আর অধিনায়ক নন তিনি। সে কারণে সিরিজের বাকি অংশে তিনি খেলবেন আর দশজন খেলোয়াড় হিসেবেই।
তবে সম্প্রতি ভারতীয় সাবেক খেলোয়াড় সঞ্জয় জানালেন, নেতৃত্ব যেন কেড়ে নিতে না পারে বোর্ড, সেজন্যেই টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। বলেছেন, ‘খুব কম সময়ের মধ্যে একের পর এক কোহলির (নেতৃত্ব ছাড়ার) সিদ্ধান্ত সামনে আসে। (জাতীয় দলের) সাদা বলের ক্যাপ্টেন্সি ছাড়া, আইপিএলের নেতৃত্ব ছেড়ে দেওয়ার মতো এটাও (টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়া) অপ্রত্যাশিত। আমার মনে হয় কোনোভাবে সে এটা নিশ্চিত করতে চেয়েছে যে, ওকে যেন নেতৃত্ব থেকে ছেঁটে ফেলতে না পারে। যখন ও বুঝতে পেরেছে ওর নেতৃত্ব সুরক্ষিত নয়, নিজেই ছেড়ে দিয়েছে দায়িত্ব।’
তবে তার পেছনে আরও দুটো কারণও আছে বলে জানিয়েছেন তিনি। সাবেক তারকার ভাষ্য, ‘অনিল কুম্বলের কোচিংয়ে ও স্বচ্ছন্দ ছিল না। রবি শাস্ত্রী আসার পর ও খোলামেলা ছিল। এখন দ্রাবিড় আসার পরে ও হয়ত বুঝতে পারে যে, কতটা সমর্থন পেতে পারে নতুন লিডারশিপ টিমের কাছ থেকে। তাছাড়া তার ব্যাটিংও সেরা ছন্দে নেই। এই মুহূর্তে ও কোনওভাবে সেরা পরিস্থিতিতে নেই। সুতরাং, সেটারও প্রভাব রয়েছে এমন সিদ্ধান্তের পিছনে।’