তালার সড়কে ঝরলো দুই ভাইয়ের প্রাণ
নিজস্ব প্রতিনিধি:
তালায় মটরসাইকেল দুর্ঘটননায় দুই ভাই নিহত হয়েছে ও একজন আহত হয়েছে। আজ বিকেল পাঁচটার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কের আলাদিপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো সাতক্ষীরা জেলার তালা উপজেলার আঠুলিয়া গ্রামের আব্দুর রশিদ মোড়ল ( ৬০) ও একই গ্রামের তার চাচাতো ভাই জিল্লুর রহমান মোড়ল ( ৫৫ )। আহত হয়েছে আর এক চাচাতো ভাই আবু তালেব মোড়ল (৫২)। নিহত ও আহত সকলে পেশায় ভাড়ায় মটর সাইকেল চালক।
প্রত্যক্ষদর্শী জানায়, সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহি বাস খুলনার দিকে যাচ্ছিল। আর খুলনার দিক একই মটর সাইকেল তিনজন তালার দিকে যাচ্ছিল। সাতক্ষীরা-খুলনা সড়রেক আলাদিপুর নামক স্থানে যাত্রিবাহি বাসের সঙ্গে মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তালার আঠুলিয়া গ্রামের আব্দুর রশিদ ও জিল্লুর রহমানের মৃত্যু হয়। এ সময় অপর মটর সাইকেল আরোহী আবু তালেম মোড়ল আহত হয়। আহত আবু তালেব মোড়লকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আনম খান ঘটনা নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহি বাসটি আটক করা হয়েছে। মতদেহ দুইটি উদ্ধার করে পুলিশের জাতপুর ক্যাম্পে রাখা হয়েছে। সোমবার মরদেহ দুইটি সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হবে।