চলে গেলেন সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মিসেস করিমুন্নেছা
সাতক্ষীরা সরকারী বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা মিসেস করিমুন্নেছা গতরাত দুই টায় মৃত্যবরণ করেছেন (ইন্ন্ লিল্লাহে—-রাজেইন)। আজ দুপুরের পরে শ্যামনগর উপজেলার গুমানতলী গ্রামের সরদার বাড়ী পারিবারিক গোরস্থানে নামাজে জানাজা শেষে দাফন করার কথা রয়েছে।
তিনি সাতক্ষীরার বিশিষ্ঠ রাজনীতিবীদ, সরকারী এমএম কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা আবাদুস শুকুর সরদারের সহধর্মিনী। সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক ও সাতক্ষীরা প্রেসক্লবের সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সেজ চাচী।
তার দু কন্যা শিম্মী ও শিলভী। ব্যরিস্টার ইমরুল হারদার মরহুমার ছোট জামাতা। সাতক্ষীরা -৪ আসনের এমপি এস এম জগলুল হায়দারের সেজ মামী।
Please follow and like us: