কালিগঞ্জে গভীর রাতে হতদরিদ্র ঋষি পল্লীতে শীতবস্ত্র বিতরণ করলেন ইউএনও
হাফিজুর রহমান শিমুলঃ
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ রোকনুজ্জামান বাপ্পী গভীর রাতে অসহায় দুঃস্থ গরিব ছিন্নমুল ও শিতার্থ ব্যাক্তিদের খুঁজে খুঁজে বের করে তাদের গায়ে তুলে দিলেন শিতবস্ত্র কম্বল। শনিবার (১৫ জানুয়ারী) গভীর রাতে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের ঋষি পল্লীর অর্ধশতাধিক ছিন্নমুল পরিবারের মাঝে এই সমস্ত কম্বল বিতরন করেন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির এর নির্দেশনায় ও কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলাম এর ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও ত্রান অধিদপ্তরের উদ্যোগে এই শীতবস্ত্র গুলি বিতরন করা হয়েছে। এসময় ভারপ্রাপ্ত ইউএনও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ রোকনুজ্জামান বাপ্পী বলেন- অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বর্তমানে শীতের প্রকোপে ছিন্নমুল মানুষের শীত নিবারণে মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে কম্বল বিতরন করছি। এভাবেই কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রকৃত অসহায়দের খুঁজে খুঁজে তাদের মাঝে কম্বল তুলে দিতে চাই।