আশাশুনি প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি:
আশাশুনি প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) বিকাল ৫ টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস কে হাসানের স ালনাঢয় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাবেক সভাপতি জি এম আল ফারুক, সাবেক সহ-সভাপতি আলী নেওয়াজ, সহ-সভাপতি আব্দুল আলীম, সাবেক সেক্রেটারী সমীর রায়, আকাশ হোসেন, মুকুল শিকারী, এম এম নূর আলম, প্রভাষক আশিকুর রহমান, প্রভাষক মাসুদুর রহমান, শিক্ষক হাসান ইকবাল মামুন, সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, শেখ বাদশা, ফায়জুল কবির, মইনুল ইসলাম, জ্বলেমিন হোসেন, শাহজাহান আলি, জাকির হোসেন প্রমুখ। সভায় ক্যালেন্ডার ছাপান, অভিষেক অনুষ্ঠান, নবনির্বাচিত চেয়ারম্যানগণের সংবর্ধনা প্রদান, বার্ষিক বণভোজনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।