রমজাননগরের লোনা পানির প্রভাবে সোরার রাস্তার বেহাল দশা
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোরার ইটের সোলিং এর মেইন রাস্তাটি লোনা পানির প্রভাবে আজীবন বেহাল দশা। অত্র এলকার এক মাত্র চলাচলের এ রাস্তাটি বহু বছর ধরে জরাজীর্ণ অবস্থা। সংস্কার হলেও দুপাশের লোনাপানির প্রভাবে রাস্তাটি ভাঙ্গা সহ ইট নষ্ট হয়ে থাকে এমন কি বর্ষা মৌসুমে রাস্তাটি দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। রাস্তার ইট উঠে গর্তে পরিনত হয়েছে এখন । দুপাশে মৎস্যঘেরীর কারনে বর্ষা মৌসুমে রাস্তার উপরে হাটু সমান পানি জমাট বাঁধে। অপর দিকে এক শ্রেনীর ব্যক্তি নিজের ইচ্ছামত রাস্তার পাশ দিয়ে পুকুর ও ঘের করে রেখেছে। যার ফলে প্রতি বছর রাস্তা ধ্বংসে পুকুর ও ঘেরের ভিতরে প্রবেশ করে
চলেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দেশকে ডিজিটাল হিসাবে গড়ে তোলার
লক্ষ্যে অবিরাম কাজ করে চলেছে। তারি ধারাবাহিকতায় দেশের প্রতিটি অঞ্চলের
রাস্তার উন্নয়ন হচ্ছে। কিন্তু সোরার এ রাস্তাটিতে কোন প্রকার সংস্কার
করার উদ্দ্যোগ গ্রহন করা হয়নি। সোরার রাস্তার জরাজীর্ণর বিষয়টি নিয়ে বার
বার বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ ও স্থানীয় জন প্রতিনিধিদের বার
বার অবগত করলেও কোন প্রকার নজরে নেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আসছে বর্ষা
মৌসুমের আগে রাস্তার পাশ দিয়ে পুকুর ও ঘের পরিচালনাকারীদের বিরুদ্ধে
আইনগত ব্যবস্থাসহ রাস্তাটি সংস্কার করা না হলে উক্ত রাস্তাটি পুরোপুরি
ভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়বে। এ বিষয়ে রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ
আল মামুন বলেন, রাস্তাটির পাশ দিয়ে কিছু ব্যক্তি ঘের ও পুকুর করে রাখায়
প্রতি বছর রাস্তাটি ক্ষতি গ্রস্থ হচ্ছে। ইউনিয়ন পরিষদের মাধ্যমে মাইকিং
করে সতর্ক করা হবে ।
Please follow and like us: