বটিয়াঘাটায় পৌষ পার্বনের পিঠা উৎসব অনুষ্ঠিত
খুলনা প্রতিনিধি —
“ফিরে আর আসবে কি কখনো পৌষের কাছাকাছি রোদ মাখা সেইদিন” এই শ্লোগানকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়ন গুপ্তমারী, দাউনিয়াফাদ ও দক্ষিণ ছয়ঘরিয়ার এলাকায় চলছে পিঠা উৎসব।
গতকাল ১৪ জানুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায়,গুপ্তমারী ও ছয়ঘরিয়ার বিভিন্ন পাড়ার বিশ থেকে পচিশ টি মহিলা টিম বিভিন্ন রকমের পিঠা তৈরী করছে, যেমন কাচি পিঠা, তেলের পিঠা, কুলি পিঠা, জড়ের পায়েস, তিলের পায়েস, আরো বিভিন্ন রকমের পিঠা তৈরীতে ব্যাবস্হা এলাকার নারী পুরুষ। আয়োজকরা জানিয়েছেন, প্রতিবছর এই সময় এলাকার গুপ্তমারী মন্দির চত্বরে উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে পিঠা উৎসব করা হয়।
এ ব্যাপারে বাবু প্রদীপ হিরার সাথে কথা হলে তিনি আমাদের বলেন, আমরা প্রতি বছর পিঠা উৎসব আয়োজন করি কিন্তু এবার এখান কার মহিলা পুরুষ সবাই এক সাথে সমান তালে পিঠা তৈরীতে ব্যাস্ত সময় কাটাছেন। শুধু তাই নয়, আশে পাসের গ্রাম থেকেও অনেক মহিলা টিম আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি বা আমরা আশা করছি আগামীতে এর চেয়েও আরও অনেক বড়ো আকারে আয়োজন করার ইচ্ছ আছে।
Please follow and like us: