আশাশুনিতে উদারতা’র শিক্ষাবৃত্তি, সাংস্কৃতিক সন্ধ্যা ও সংবর্ধনা সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার শ্রীউলায় স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা’র সপ্তম বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষাবৃত্তি ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানকে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জানুয়ারী) বিকালে মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিনা ল প্রকল্প কার্যালয়ের আয়োজনে উদারতা’র চেয়ারম্যান নিলিমা জিসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি শ্রীউলা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান প্রভাষক দিপঙ্কর বাছাড় দিপু। উদারতা’র পরিচালক শিমুল আহমেদ ও শিক্ষক আবু সাইদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক মোঃ মোসলেম, মাড়িয়ালা হাই স্কুলের প্রধান শিক্ষক অজিয়ার রহমান, পুইজালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেশ চন্দ্র, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম বাবলু, যুব নেতা আলাউদ্দীন লাকি, আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জিএম মুজিবুর রহমান, শিক্ষক শামিমুজ্জামান পলাশ, মোসলেম উদ্দীন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, উদারতা সংগঠনটি আম্ফানে বিধ্বস্ত আমাদের ইউনিয়নে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে আজো বিভিন্ন সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছে। অতীতে তাদের কাজে বাঁধা দেওয়া হয়েছে বলে শুনলাম। এটা লজ্জাজনক কাজ। এখন থেকে উদারতার কর্মকা- প্রসারিত করতে এবং যারাই ইউনিয়নের মানুষের কল্যণে কাজ করতে আসবে তাদের সকলকে পরিষদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে। অনুষ্ঠানে নব নির্বাচিত চেয়ারম্যানকে উদারতা, এলাকার শিক্ষক সমাজ, যুবসমাজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। সবশেষে আমন্ত্রিত জেলার স্বনামধন্য শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।