বুড়িগোয়ালিনী লোকালয়ে সুন্দরবনের বাঘের পায়ের ছাপ দেখা মিলল
আশিকুজ্জামান লিমন, শ্যামনগরঃ
শ্যামনগরের সাতক্ষীরা পশ্চিম সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী দাতিনাখালী গ্রামের চুনা নদীর তীরে থেকে পানি উন্নয়ন বোর্ডের ওয়াব্দা রাস্তা পর্যন্ত সুন্দরবনের বাঘের হেঁটে চলা পায়ের চিহ্ন দেখা মিলছে।আবারও লোকালয়ে দেখা
দিয়েছে বাঘের আতঙ্ক। দাতিনাখালি মহসিন সাহেবের হুলায় নদীর তীরে এটি দেখা যায়। জেলেদের উপর বাঘের আক্রমণের ঘটনাও ঘটছে। এতেই ধারণা করা হচ্ছে সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়েছে।
সাতক্ষীরা রেঞ্চের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা সুলতান আহম্মেদ জানান,
বন বিভাগ সুন্দরবনে বাঘ বেড়েছে।৩-৪ দিন আগে চুনা নদীর তীরে বাঘের পায়ের চিহ্ন দেখা যায়। চুনা নদীর ওপারে সুন্দরবন। ধারণা করা হচ্ছে, সুন্দরবন থেকে নদী সাতরে বাঘটি লোকালয়ের মধ্যে চলে আসে। এরপর আবারও সুন্দরবনে ফিরে যায়। বাঘটি নদী পার হয়ে এসে আবারও জঙ্গলে চলে গেছে।তিনি আরো বলেন, এ ঘটনায় উপকূলীয় এলাকায় সকলকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এবং ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিপিআরটি), কমিউনিটি পেট্রোলিং গ্রুপ (সিপিডি) এদের মাধ্যমে ওই এলাকায় ২৪ ঘন্টা টহলের ব্যবস্থা করা হয়েছে।
Please follow and like us: