১১ ডোজ টিকা নিয়ে ‘সুস্থ হওয়া’ সেই বৃদ্ধের বিরুদ্ধে মামলা
আন্তর্জাতিক ডেস্কঃ
এক-দুই ডোজ নয়, গুনে গুনে ১১ ডোজ করোনার টিকা নিয়ে আলোচনায় এসেছেন ভারতের বিহারের বাসিন্দা ৮৪ বছরের বৃদ্ধ ব্রহ্মদেব মণ্ডল। বিভ্রান্ত করে এতগুলো টিকা নেয়ায় বিহারের মাধেপুরার কোতোয়ালি থানায় ব্রহ্মদেবের বিরুদ্ধে মামলা করেছেন জেলার স্বাস্থ্য কর্মকর্তা। যেকোনো সময় পুলিশ তাকে গ্রেফতার করতে পারে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ব্রহ্মদেবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ (সরকারি নির্দেশ ভঙ্গ), ৪১৯ (পরিচয় ভাঙিয়ে প্রতারণা) ও ৪২০ (প্রতারণা) ধারায় মামলা দায়ের হয়েছে। সবগুলোই জামিন অযোগ্য ধারা। যদিও বয়সের কারণে জামিন পেতে পারেন ব্রহ্মদেব।
ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ব্রহ্মদেব মণ্ডল অবসরপ্রাপ্ত ডাক বিভাগের একজন কর্মী। ২০২০ সালের জানুয়ারিতে প্রথম ডোজ টিকা নেন তিনি। পরের মাসে নেন দ্বিতীয় ডোজ। আর ৩০ ডিসেম্বর সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে নেন টিকার ১১তম ডোজ। কবে, কোথায় ও কখন টিকা নিয়েছেন, সব ডায়েরিতে লিখে রেখেছেন সেই বৃদ্ধ।
Please follow and like us: