শ্যামনগরে বিজয়ী প্রার্থীর সমার্থকদের উপর হামলার ঘটনায় মামলা-প্রধান আসামী হাছিম গ্রেফতার
আশিকুজ্জামান লিমন, শ্যামনগর ব্যুরো :-
শ্যামনগরে বিজয়ী প্রার্থীর সমার্থকদের উপর হামলার ঘটনায় মামলা, প্রধান অভিযুক্ত হাছিম সরদারকে গ্রেফতার করেছে থানাপুলিশ। গত ৫ম ধাপের ইউপি নির্বাচনে শ্যামনগরে গুমানতলীতে গ্রহণ সম্পন্ন হওয়ার আধাঘন্টা আগে বিজয়ী ফুটবল প্রতিকের মেম্বার প্রার্থী রাশিদুল ইসলাম নিজের ভোট দেওয়ার জন্য কেন্দ্রের ভিতরে প্রবেশ করে। ঐ সময়ে অনান্য মেম্বার মনে করেন রাশিদুল ভোট কাটার জন্য ভিতরে প্রবেশ করেছে এমন মন্তব্য করে প্রার্থীরা হাকচিৎকার করতে থাকে। হাক চিৎকারে প্রশাসন রাশিদুলকে দ্রুত ভোট সম্পন্ন করে কেন্দ্রের বাইরে পাঠিয়ে দেয়। এমতবস্থায় মোরক প্রতিকের প্রার্থী হাসিম সরদারের লোকজন পূর্ব পরিকল্পিত ভাবে লাঠি নিয়ে ফুটবল প্রতিকের প্রার্থী রাশিদুলের ভাইদের উপর হামলা করে। মূহুত্বেই প্রশাসন লাঠি চার্জ করে ছত্র ভঙ্গ করে। পরবর্তীতে আহতদের শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়। তারই প্রেক্ষিতে গুমানতলী গ্রামের মৃত্যু মতিয়ার গাজীর পুত্র বাদী হয়ে গত ৬ জানুয়ারী ২০২২ তারিখে শ্যামনগর থানায় ৪৯ জন সহ অজ্ঞত ৩০ জনের নামে একটি মামলা দ্বায়ের করেন। মামলা নং-০৩। গত ৮ জানুয়ারী ২০২২ তারিখ সকাল ৯টার সময়ে গোপন সংবাদের ভিত্তিত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই জয় বালা সঙ্গীয ফোস্ নিয়ে সোনার মোড় মাছের আড়ৎ এলাকা থেকে মামলার প্রধান আসামী হাছিম সরদারকে আটক করেন। পরে তাকে সাতক্ষীরা জেল হাজতে প্রেরণ করা হয়।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনা সত্যতা স্বীকার করেন।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধীক ব্যক্তিরা জানান, হাছিম সরদার মানে এলাকার ত্রাস। তার নামে প্রায় দেড় ডজন মামলা ও অভিযোগ রয়েছে। মামলাগুলো বিজ্ঞ আদালতে বিচারাধীনে রয়েছে।