ভোট শুরুর আগেই ফলাফল সীটে এজেন্টদের স্বাক্ষর করালেন প্রিজাইডিং কর্মকর্তা
নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরা জেলার আশাশুনি সদর ইউনিয়নে বড় দূর্গাপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট শুরুর আগেই ফলাফল সীটে স্বাক্ষর করিয়ে নিয়েছেন
প্রিজাইডিং কর্মকর্তা। তবে এটিকে ভুল হয়েছে বলে স্বীকার করেছেন
কেন্দ্রটির প্রিজাইডিং কর্মকর্তা মো. শাহজাহান হোসেন।
এ বিষয়ে প্রিজাইডিং কর্মকর্তা মো. শাহাজাহান হোসেন বলেন, ফলাফলের এজেন্ট
ফরম স্বাক্ষর করিয়ে নেওয়া আমার ভূল হয়েছে। সেজন্য এজেন্ট ফরমের নিচ থেকে
কেঁটে ফেলেছি।
নতুন এজেন্ট ফরম কোথায় পাবেন প্রশ্নে তিনি বলেন, আমরা ফটোকপি করবো।
অগ্রিম স্বাক্ষর করিয়ে নেওয়ার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষ কেউ জানেন না।
এ বিষয়ে আশাশুনি উপজেলা নির্বাচন অফিসার মো. কামরুজ্জামান বলেন, বিষয়টি
অনেক সময় সবার সর্বসম্মতিক্রমে করা যায়। প্রিজাইডিং অফিসার কোনো পক্ষ
নিয়ে কাজ করছেন এমন প্রশ্নে তিনি বলেন, এমন করার কোনো সুযোগ নেই। আমি
বিষয়টি দেখছি যাতে এমন ভূল আর না হয়।
এদিকে গনমাধ্যম কর্মীদের কাছ থেকে সংবাদ পাওয়া মাত্র ভোট কেন্দ্রটির
দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা ভোট
কেন্দ্রটি পরিদর্শন করেন। এসময় তিনি প্রিজাইডিং অফিসারকে সর্তক করেন ও
স্বাক্ষরকৃত ফলাফল সিট ধ্বংস করে দেন।
ঘটনাটি জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল করীমকে অবহিত করলে বিষয়টি তিনি
দেখছেন বলে জানান।